বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগ ২০২৩

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগ ২০২৩ প্রকাশিত হয়েছে। গত 25 এপ্রিল 2023 তারিখে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নতুন এই জব সার্কুলার প্রথম প্রকাশিত হয়েছে। মোট ০৩ টি পদে ০৩ জন লোক রিক্রুট করা হবে। আবেদনের শেষ সময় 03 মে 2023 তারিখ। বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় প্রেরণ করতে হবে। এই পোস্টের মাধ্যমে আবেদন ফরম এবং প্রবেশপত্র ডাউনলোড করে নিন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ( SEIP) এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ- কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকায় নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, খন্ডকালীন ও SEIP প্রকল্পের শর্ত মোতাবেক দৈনিক হাজিরার ভিত্তিতে সম্মানী প্রদান সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগ ২০২৩

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (Technical Training Centre) সংক্ষেপে টিটিসি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বহুমুখী বাস্তব ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

বাংলাদেশ ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন বর্তমানে দেশে ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৩৫টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মেরিন ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেন।

বর্তমানে বাংলাদেশের ৬২ টি জেলায় ৬৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মেরিন ইনস্টিটিউট রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত হয় এখানে এসএসসি (ভোকেশনাল) ও বিভিন্ন সময় মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৫ এপ্রিল ২০২৩ তারিখে নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। ০৩ টি ক্যাটাগরিতে ০৩ জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্নকারী প্রার্থী রিক্রুট করা হবে। আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ।

আরও পড়ুন: ১২৩ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ

এক নজরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি
  • সংস্থা: বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)
  • প্রতিষ্ঠান: মিরপুর রোড, দারুস সালাম, ঢাকা-১২১৬।
  • মোট পদ: ০৩ টি
  • শূন্যপদের সংখ্যা: ০৩ টি
  • চাকরির ধরণ: পার্ট টাইম
  • কর্মস্থল: মিরপুর
  • বেতন: বিজ্ঞপ্তি দেখুন
  • আবেদন ফি: লাগবেনা
  • আবেদন মাধ্যম: ডাকযোগে
  • অনলাইনে আবেদন শুরু: ২৫ এপ্রিল ২০২৩
  • আবেদনের শেষ সময়: ০৩ মে ২০২৩

 

শূন্যপদ সংক্রান্ত তথ্যাবলী

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির বিজ্ঞপ্তি 2023 অনুযায়ী শূন্যপদ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী চলুন এক নজরে দেখে নেই।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগ ২০২৩

 

আরও পড়ুন: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) পরিক্ষার স্থগিত নোটিশ ২০২৩

অনলাইনে আবেদন করার নিয়ম

১) আগ্রহী প্রার্থীদের পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (বায়োডাটা), ২(দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র অধ্যক্ষ, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর রোড, ঢাকা-১২১৬ বরাবর আগামী ০৩.০৫.২০২৩ইং তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনপত্রে ই-মেইল, মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

২) প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

৩) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মোবাইল এসএমএস /ই-মেইল/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।

৪) পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।

৫) কোন কারণ দর্শানো ব্যতিত কর্তৃপক্ষ এ নিয়োগ সংশোধন, স্থগিত এবং বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

 

(প্রকৌশলী মোঃ লুৎফর রহমান )

অধ্যক্ষ

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *