বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার সময়সূচি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েব www.bscic.gov.bd সাইটে।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজস্ব খাতের ১১-২০তম গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০৫ মে, ২০২৩ তারিখ ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিসিক ওয়েবসাইট www.bscic.gov.bd এ পাওয়া যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন
শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর রাজস্ব খাতে জনবল নিয়োগের লক্ষ্যে গত ০২ আগস্ট ২০২২ | তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিম্নবর্ণিত সংশোধন করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার সময়সূচি
চলুন জেনে নেই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার সময়সূচির আলোকে –
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলি
বিসিকের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৮৯ ও শূন্যপদ পূরণ সংক্রান্ত সরকারি আইন ও বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উপরিউক্ত কলাম ০৫ এ প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার Equivalent GPA / CGPA গ্রহণযোগ্য হবে। অধিকন্তু, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত অন্যান্য আইন ও বিধি প্রতিপালন করা হবে।
ক) সম্প্রসারণ কর্মকর্তার কার্যাবলী: শিল্পের প্রাক-বিনিয়োগ ও বিনিয়োগোত্তর পরামর্শ প্রদান; সরকারি নির্দেশনার আলোকে প্লট গ্রহীতাকে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান, রুগ্ন, নিস্ক্রিয় এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করার বিষয়ে সংশ্লিষ্ট মালিকদেরকে কারিগরি ও সাধারণ পরামর্শ প্রদান; বরাদ্দ পত্রের শর্ত লঙ্ঘন করলে সে সমস্ত প্রতিষ্ঠান/কারখানার প্লট বাতিলের বিষয়ে জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় উপস্থাপন; শিল্পনগরীতে রাস্তাঘাট, ড্রেন-কালভার্ট, পানির পাম্প এবং পানির লাইন, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ সংশ্লিষ্ট নির্মাণ, পুনঃনির্মাণ, সম্প্রসারণ, সংস্কারকরণে কারিগরি সকল সহযোগিতা প্রদান, প্রয়োজনে শিল্প কারখানার লে- আউট প্ল্যান প্রণয়ন, চামড়া শিল্পনগরীতে ইটিপি ও সিটিপি রক্ষণাবেক্ষণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ইটিপি ও সিটিপির মাধ্যমে তরল বর্জ্য নিষ্কাশন তদারকি; চামড়া শিল্পনগরীর পরিবেশ দূষণ ও তরল বর্জ্য সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত, পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিতকল্পে শিল্পনগরীর কারখানাসমূহের তরল বর্জ্যের রাসায়নিক নিয়ন্ত্রণ ও পরিশোধন তদারকি, প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা
খ) প্রমোশন কর্মকর্তার কার্যাবলী: শিল্পের প্রাক-বিনিয়োগ ও বিনিয়োগোত্তর পরামর্শ প্রদান; শিল্পের খাত, সাংগঠনিক কাঠামো; নাম ও মালিকানা পরিবর্তন ইত্যাদি বিষয়ে শিল্প মালিকদের আবেদন বিবেচনার জন্য কর্তৃপক্ষের নিকট উপস্থাপন; শিল্প এলাকায় সম্ভাব্য উদ্যোক্তাদের খুঁজে বের করা; সাধারণ এবং ঐতিহ্যবাহী পণ্যের উদ্যোক্তা চিহ্নিতকরণ; প্রকল্প প্রতিবেদন ও প্রজেক্ট প্রোফাইল তৈরি; নিবন্ধনের উদ্দেশ্যে শিল্প ইউনিট/প্রতিষ্ঠান পরিদর্শন; কারিগর/উৎপাদকদের ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান, শিল্প উদ্যোক্তাদের বিপণন সহায়তা প্রদান; ; শিল্পনগরীতে রাস্তাঘাট, ড্রেন-কালভার্ট, পানির পাম্প এবং পানির লাইন, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ সংশ্লিষ্ট নির্মাণ, পুনঃনির্মাণ, সম্প্রসারণ, সংস্কারকরণে কারিগরি সকল সহযোগিতা প্রদান, প্রয়োজনে শিল্প কারখানার লে-আউট প্ল্যান প্রণয়ন করবেন, চামড়া শিল্পনগরীতে ইটিপি ও সিটিপি রক্ষণাবেক্ষণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ইটিপি ও সিটিপির মাধ্যমে তরল বর্জ্য নিষ্কাশন তদারকি; চামড়া শিল্পনগরীর পরিবেশ দূষণ ও তরল বর্জ্য সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত, পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিতকল্পে শিল্পনগরীর কারখানাসমূহের তরল বর্জ্যের রাসায়নিক নিয়ন্ত্রণ ও পরিশোধন তদারকি প্রশাসনিক কাজে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে সমন্বয় রক্ষা করা
গ) কারিগরি কর্মকর্তা ও ড্রাফটসম্যানের কার্যাবলী: বিসিকের শিল্পনগরীতে শিল্প কারখানার লে-আউট প্ল্যান প্রণয়নে কারিগরি সহযোগিতা প্রদান, নির্মাণাধীন শিল্প কারখানা অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী স্থাপিত হচ্ছে কিনা তা নিশ্চিতকরণ; নির্মিত ভবন সম্প্রসারণে লে-আউট প্ল্যান, বিল্ডিং কোডের সকল শর্ত পালন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণ করার ক্ষেত্রে সহযোগিতা এবং শিল্পনগরীতে রাস্তাঘাট, ড্রেন-কালভার্ট, পানির পাম্প, পানির লাইন, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ নতুন নির্মাণ, পুনঃনির্মাণ, সম্প্রসারণ, সংস্কারকরণে কারিগরি সকল সহযোগিতা প্রদান। কারিগরি কর্মকর্তা ও ড্রাফটসম্যান পদে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেয়া হবে !
ঘ) প্রধান বাবুর্চি পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার সময়সূচি অনুযায়ী বয়স (০১-০৮-২০২২ খ্রি. তারিখ)
ক) ০১ নং হতে ১১ নং ক্রমিকের পদসমূহের জন্য কলাম-৪ এ উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে।
খ) ১২ নং হতে ১৭ নং ক্রমিকের পদসমূহের জন্য বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা ১৮-৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনি) ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
গ) বিজ্ঞাপিত পদের ০১, ০৭, ০৮ ও ১১ নং ক্রমিকে বর্ণিত পদের সর্বোচ্চ বয়সসীমা, নিয়োগ পদ্ধতি ও প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণ করা হবে।
প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা অথবা বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) হলে অথবা অন্য কোনো কোটায় আবেদন করতে হলে Online এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার সময়সূচি অনুযায়ী জাতীয়তা
ক) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোন নাগরিক আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
খ) সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন।
গ) কোন প্রার্থী সরকারের অনুমতি সাপেক্ষে বিদেশি নাগরিককে বিবাহ করলে সরকার কর্তৃক প্রদত্ত বিবাহের অনুমতিপত্রের অনুলিপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) Applicant’s Copy-এর সঙ্গে বিসিক প্রধান কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) এর বিভিন্ন পদের নিয়োগ পরিক্ষার সময়সূচি অনুযায়ী ডিক্লারেশন
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়োগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Applicant’s Copy-এ প্রদত্ত ডিক্লারেশন অনুযায়ী প্রার্থী লিখিত পরীক্ষার জন্য http://bscic.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করবেন।
পরবর্তীতে, উপরিউক্ত কোনরূপ অযোগ্যতা/দুর্নীতি প্রমাণিত হলে সাময়িকভাবে প্রাপ্ত প্রবেশপত্র ও প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে অনলাইন আবেদনপত্রে (Applicant’s Copy) প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিসিক কর্তৃক নির্ধারিত সময়ে এই বিজ্ঞাপনের ০৭ (সাত) নং ক্রমিকের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত Applicant’s Copy এর অনুলিপিসহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি সচিব, বিসিক, বিসিক ভবন, ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ বরাবর প্রেরণ করতে হবে। কোন প্রার্থী অনলাইনে Applicant’s Copy এ প্রদত্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ যথাযথ সনদ/প্রত্যয়নপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা কোন পদের জন্য নির্ধারিত যোগ্যতা না থাকলে বা আবেদনপত্র ভুলভাবে পূরণ করলে বা কোন অযোগ্যতা বা কোন Substantive ত্রুটি ধরা পড়লে যে কোন পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।