বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদের নিয়োগপত্র গ্রহণ সংক্রান্ত নোটিশ ২০২৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদের নিয়োগপত্র গ্রহণ সংক্রান্ত নোটিশ ।- ২৭/০৪
নিয়োগপত্র গ্রহণঃ ২৭ এপ্রিল ২০২৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর জুনি. টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনি. এমটি মেকানিক, জুনি. এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনি. পেইন্টার জিএসই, জুনি. মেকানিক (টায়ার) জিএসই পদে প্রার্থীদের নিয়োগপত্র গ্রহণ সংক্রান্ত নোটিশ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদের নিয়োগপত্র গ্রহণ সংক্রান্ত নোটিশ ২০২৩
জুনিয়র টেইলার কাম আপহোলস্টার, প্রি-প্রেস এ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই ও জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই পদে যে সকল প্রার্থীগণ ০৬-০৪-২০২৩ খ্রিঃ তারিখ প্রস্তাবপত্র গ্রহণ করেছেন এবং বিমান মেডিকেল সেন্টার হতে মেডিকেল ফিট সদন জমা প্রদান করেছেন তাঁদেরকে আগামী ২৭-০৪-২০২৩ খ্রিঃ তারিখ উক্ত পদের জন্য নিয়োগপত্র গ্রহণের লক্ষ্যে ১১.০০ ঘটিকায় এপিপি শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদের নিয়োগপত্র গ্রহণ সংক্রান্ত নোটিশ ডাউনলোড
আরও পড়ুন: বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা জাদুঘরের লিখিত পরিক্ষার ফলাফল ও মৌখিক পরিক্ষার সময়সূচি ২০২৩