রপ্তানি উন্নয়ন ব্যুরো’র মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচী ২০২৩

রপ্তানি উন্নয়ন ব্যুরো’র মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচী ২০২৩ সংশোধিত: অনিবার্য কারণবশত অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী (এমএলএসএস কাম-গার্ড) পদের মৌখিক পরীক্ষা ৩০-০৪-২০২৩ খ্রিঃ তারিখের পরিবর্তে ২৬-০৪-২০২৩ খ্রিঃ তারিখে একই সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

পরীক্ষার তারিখঃ ২৬ এপ্রিল ২০২৩

রপ্তানি উন্নয়ন ব্যুরো’র মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচী ২০২৩

রপ্তানি উন্নয়ন ব্যুরো'র মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচী ২০২৩

 

 

আরও পড়ুন: বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা জাদুঘরের লিখিত পরিক্ষার ফলাফল ও মৌখিক পরিক্ষার সময়সূচি ২০২৩
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সরাসরি নিয়োগযোগ্য ৪র্থ শ্রেণিভুক্ত (২০তম গ্রেড) অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী (এমএলএসএস কাম গার্ড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৮(আটাশ) জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশতঃ আগামী ৩০-০৪-২০২৩ খ্রিঃ তারিখের পরিবর্তে আগামী ২৬-০৪-২০২৩ খ্রিঃ তারিখ নিম্নরূপ সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবেঃ

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর

অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী (এমএলএসএস কাম গার্ড)

2900242, 2900246, 2900288, 2100302, 2900316, 2900336, 2900339, 2900342, ২৯০০৩৪৩, ২৯00385, 2900425, 2900434, 2900435, 2900486, 2900490, 2900508, 2900514, 2900530, 2900538, 2900543, 2900556, 2900558, 2900562, 2900571, ২৯০০৫৭৪, 2900586, 2900593, 2900599 =২৮(আটাশ) জন।

মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় তারিখ: ২৬-০৪-২০২৩ খ্রিঃ সময়: সকাল ১০:৩০ হতে বিকাল ৪:০০ টা।

মৌখিক পরিক্ষার স্থান 

ভেন্যু রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন (৫ম তলা), ১, কাওরান

বাজার, ঢাকা-১২১৫।

বিঃদ্রঃ- গত ০৪-০৪-২০২৩ খ্রিঃ তারিখে 26.02.0000.006.11.753,2৩-৩০২৫ নং স্মারকের মাধ্যমে জারীকৃত সংশোধিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য পদসমূহের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে এবং উক্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *