সরকারি কলেজে ভর্তি ফি কত ২০২৩

সরকারি কলেজে ভর্তি ফি কত ২০২৩ সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এখানে সরকারি কলেজগুলোতে ভর্তি ফি শিক্ষাবোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী আজকে আমরা বিস্তারিতভাবে নোটিশটি প্রকাশ করলাম আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার থেকে ৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি শুরু হবে।

বেসরকারি কলেজগুলোতে সাধারণত ৫০০০ টাকা থেকে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের জন্য আলাদা আলাদা ভাবে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে তবে এক্ষেত্রে জেলা শহর এবং উপজেলা গুলোতে কম টাকা নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে পর্যায়ক্রমে আমরা তুলে ধরলাম দেখুন বিস্তারিত সরকারি কলেজ ভর্তি ফি কত ২০২৩ নিয়ে আজকের এই প্রতিবেদন।

ঢাকা মেট্রোপলিটনভর্তি ফি
বাংলা ভার্সন৫ হাজার টাকা
ইংলিশ ভার্শন৫ হাজার টাকা
ঢাকা মেট্রোপলিটন (ঢাকার বাহিরে)=/—-
বাংলা ভার্সন৩ হাজার টাকা
ইংলিশ ভার্সন৩ হাজার টাকা
জেলা শহরগুলোতে=/—-
বাংলায়২ হাজার টাকা
ইংরেজি ভার্সনে২ হাজার টাকা
উপজেলা=/—-
বাংলায়১৫০০ টাকা
ইংরেজিতে১৫০০ টাকা

এমপি ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিন্তু নিম্নোক্তভাবে সেশন চার্জ এবং ভর্তি ফি গ্রহণ করতে হবে এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় এমপিও প্রতিষ্ঠানসমূহের কোনক্রমেই উন্নয়ন ফি গ্রহণ করা যাবে না।

পলিটেকনিকে কবে থেকে ভর্তি শুরু হবে দেখুন

বেসরকারি কলেজ ভর্তি ফি কত ২০২৩

ঢাকা মেট্রোপলিটনভর্তি ফি
বাংলা ভার্সন৭ হাজার ৫০০ টাকা
ইংলিশ ভার্শন৮ হাজার ৫০০ টাকা
ঢাকা মেট্রোপলিটন (ঢাকার বাহিরে)=/—-
বাংলা ভার্সন৫ হাজার টাকা
ইংলিশ ভার্সন৬ হাজার টাকা
জেলা শহরগুলোতে=/—-
বাংলায়৩ হাজার টাকা
ইংরেজি ভার্সনে৪ হাজার টাকা
উপজেলা=/—-
বাংলায়২ হাজার ৫০০ টাকা
ইংরেজিতে৩ হাজার টাকা

কলেজে ভর্তি ফি সংক্রান্ত তথ্য

  • সরকারি কলেজগুলোতে পরিপাত্র অনুযায়ী সেই সংগ্রহ করতে হবে
  • মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে উল্লেখযোগ্য ফি যতদূর সম্ভব মওকুফ করার ব্যবস্থা করতে হবে
  • ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বেই বেসরকারি কলেজের ভর্তি ক্ষেত্রে অবশ্যই ভর্তি ফি সহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ লিস্ট অনুযায়ী কলেজ নোটিশে প্রদর্শন করতে হবে
  • কোন শিক্ষার্থীর যদি অনুমোদিত ফি এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবেনা। অনুমোদিত সকল যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে তা গ্রহণ করতে হবে।

পলিটেকনিকে ভর্তির যোগ্যতা এবং পলিটেকনিকে কোন সাবজেক্ট ভালো দেখুন

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কত টাকা লাগবে ২০২৩

সরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগে

সরকারি কলেজে ভর্তি হতে ৫ হাজার টাকা লাগে। পাঁচ হাজার টাকার মধ্যেই সরকারি কলেজগুলোতে ভর্তি ফি প্রদান করতে হয়। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর নোটিশ বোর্ডে বিস্তারিতভাবে এই তথ্য প্রকাশ করা হয়ে থাকে।

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কত টাকা লাগবে

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুই ভাবে ভর্তি হওয়া যায় সরকারিভাবে ভর্তি হওয়ার জন্য ৫ হাজার থেকে ৭ হাজার টাকা এবং বেসরকারি গুলোতে ভর্তি হওয়ার জন্য ৫ হাজার থেকে ১২হাজার টাকা পর্যন্ত খরচ করা লাগবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *