মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
চাকরির বর্ণনাঃ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ( www.mpl.gov.bd ) প্রকাশিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। প্রতিষ্ঠানটিতে ১২পদে মোট ২২ জন লোক নিয়োগ দেবে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। ৪ মার্চ ২০২৪ তারিখ থেকে। এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে আমরা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে , অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ , ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আলোকে বিস্তারিত জেনে আসি।
আপনি কি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এই নিয়োগটি খুঁজছেন ? যদি খুঁজে থাকেন যদি খুজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমরা এই ওয়েবসাইটে নিয়মিত চলমান সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
এক নজরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নামঃ | মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড |
নিয়োগ প্রকাশের তারিখঃ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪ |
পদের সংখ্যাঃ | ২২ জন |
বয়সসীমাঃ | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতাঃ | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাস |
চাকরির ধরনঃ | সরকারি |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.mpl.gov.bd |
আবেদন শুরুর তারিখঃ | ৪ মার্চ ২০২৪ |
আবেদন শেষের তারিখঃ | ৪ এপ্রিল ২০২৪ |
আবেদনের মাধ্যমঃ | অনলাইনে |
নিয়ে প্রকাশের সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
আবেদনের ঠিকানাঃ | http://mpl.teletalk.com.bd/ |
মেঘনা পেট্রোলিয়াম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তাকে। এই পোষ্টের মাধ্যমে মেঘনা পেট্রোলিয়াম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি মেঘনা পেট্রোলিয়াম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সম্পর্কে যদি বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। মেঘনা পেট্রোলিয়াম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলোঃ
পদের নামঃ মেডিকেল অসিফার।
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস পাস/সার্জারি ও পাবলিক হেলথ বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি এবং উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
পদ সংখ্যাঃ ১টি ।
মাসিক বেতনঃ ৩৫৫০০-৬০৭৭০/-টাকা
পদের নামঃ সিনিয়র অপারেশন অফিসার।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি
ইঞ্জিনিয়ারিং(মেকানিক্যাল/সিভিল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পেট্রোলিয়াম/কেমিক্যাল/পাওয়ার/অটোমোবাইল) ডিগ্ৰি। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে ।
পদ সংখ্যাঃ ০৪টি ।
মাসিক বেতনঃ ২৯০০০-৫৭৫১০/-টাকা
পদের নামঃ অ্যাকাউন্টস অফিসার।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মান সহ এম.কম/ এমবিএ/এম বি এম অথবা সিএকস সম্পন্ন সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা স্নাতকোত্তর ডিগ্রীসহ সিএ- নলেজ লেবেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২পাস। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে।
পদ সংখ্যাঃ ০১টি ।
মাসিক বেতনঃ ২৩০০০-৫৫৪৯০/-টাকা
পদের নামঃ সেলস অফিসার।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মানসহ এমকম/এম এস এস/এম এস সি/এমবিএ/এম বি এম/এম এ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে
পদ সংখ্যাঃ ০৪টি ।
মাসিক বেতনঃ ২৩০০০-৫৫৪৯০/-টাকা
পদের নামঃ অফিসার(এস্টেট)।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী সহ এলএলবি অথবা এল এল এম।কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে
পদ সংখ্যাঃ ০১টি ।
মাসিক বেতনঃ ২৩০০০-৫৫৪৯০/-টাকা
পদের নামঃ জুনিয়র অপারেশন্স অফিসার।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি
ইঞ্জিনিয়ারিং(মেকানিক্যাল/সিভিল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পেট্রোলিয়াম/কেমিক্যাল/পাওয়ার/অটোমোবাইল) ডিগ্ৰি। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে ।
পদ সংখ্যাঃ ০৪টি ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/-টাকা
পদের নামঃ জুনিয়র অফিসার(আইটি)।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মানসহ স্নাতকোত্তর কম্পিউটার সাইন্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে ।
পদ সংখ্যাঃ ০২টি ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/-টাকা
পদের নামঃ জুনিয়র ডিউটি অফিসার।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মানসহ এম.কম//এমবিএ/এম বি এম অথবা সি এ কোর্স সম্পন্নসহ স্নাতকোওর ডিগ্রীধারী। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে ।
পদ সংখ্যাঃ ০১টি ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/-টাকা
পদের নামঃ জুনিয়র এইচ আর অফিসার।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মানসহ সম্মানসহ (ব্যবস্থাপনা/এইচআর/এমবিএ(ব্যবস্থাপনায় /এইচআর)/এমএস এম এস এস (লোক প্রশাসন) ডিগ্রি। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে ।
পদ সংখ্যাঃ ০১টি ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/-টাকা
পদের নামঃ জুনিয়র অফিসার(শেয়ার)।
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মানসহ এম.কম//এমবিএ/এম বি এম অথবা সি এ কোর্স সম্পন্নসহ স্নাতকোওর ডিগ্রীধারী। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে ।
পদ সংখ্যাঃ ০১টি ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/-টাকা
পদের নামঃ জুনিয়র অফিসার(কনফিডেন্সিয়াল)।
শিক্ষাগত যোগ্যতাঃ এম কম/এম এস এস/এম এস সি/এমবিএ/এম বি এম/এমএ ডিগ্রী। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে ।
পদ সংখ্যাঃ ০১টি ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/-টাকা
পদের নামঃ জুনিয়র অফিসার(ফায়ার এন্ড সেফটি)।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক ডিগ্রি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত নন কমিশন অফিসার অথবা সশস্ত্র বাহিনী/বিজিবি কোস্টগার্ড পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত নন কমিশন/নন ক্যাডার অফিসার যাদের ফায়ার ও সেফটি ম্যানেজমেন্টে প্রশিক্ষণ আছে
পদ সংখ্যাঃ ০১টি ।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/-টাকা
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন করার নিয়ম/পদ্ধতিঃ
আপনি যদি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://mpl.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করুন,
আবেদন করতে চাইলে নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ/সময়ঃ ০৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ/সময়ঃ ০৪ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে
{ উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্তি গন অনলাইনে আবেদন পত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে }
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুনঃ
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল সেন ইমেজ ওফ পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টটিতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। নিচে তা দেওয়া হলঃ
{ সূত্রঃ ডেইলি স্টার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ }